সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হঠাৎ অসুস্থ

By নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী কক্সবাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসক তাকে ঢাকায় উন্নত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।

তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা শনিবার রাতে দ্য ডেইলি স্টারকে জানান, মোস্তফা সরয়ার ফারুকী এখন শঙ্কামুক্ত।

তিশা আরও বলেন, বিস্তারিত তথ্য তিনি পরে গণমাধ্যমকে জানাবেন।

উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে ১০টার দিকে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টাকে নিয়ে একটি হেলিকপ্টার ঢাকার উদ্দেশে রওনা হয়।

farooki1_16aug25.jpg

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসেন সজীব বলেন, ১৫ আগস্ট সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা পাঁচ দিনের সফরে কক্সবাজারে আসেন। ১৯ আগস্ট তার ঢাকায় ফিরে যাওয়ার কথা ছিল।

'কক্সবাজারে তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল। তবে শনিবার রাত ৮টার দিকে হোটেল ওশান প্যারাডাইসে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন,' বলেন তিনি।

সজীব আরও বলেন, 'বড় কোনো জটিলতা ছিল না। তবে চিকিৎসকের পরামর্শে তার সফর সংক্ষিপ্ত করা হয়েছে।'