ছবিতে সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব

By স্টার অনলাইন রিপোর্ট

সুন্দরবনের দুবলার চরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে শতবর্ষের ঐতিহ্যবাহী রাস উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় ও আধ্যাত্মিক এই উৎসব উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে দুবলার চরে কয়েক হাজার পুণ্যার্থী একত্রিত হন। রাস পূর্ণিমার তিথিতে পুণ্যস্নান ও পূজার মধ্য দিয়ে এই উৎসব উদ্‌যাপিত হয়। বঙ্গোপসাগরের মোহনায় দুবলার চর থেকে ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের ফটো সাংবাদিক হাবিবুর রহমান।

2.jpg
প্রতি বছর সাগরের পানিতে পাপ ধুয়ে পুণ্যস্নানে পরিশুদ্ধ হতে আসেন সনাতন ধর্মাবলম্বীরা। ছবি: হাবিবুর রহমান/স্টার

3.jpg
ঈশ্বরকে খুশি করতে সাগরে নৈবেদ্য দিচ্ছেন এক নারী। ছবি: হাবিবুর রহমান/স্টার

4.jpg
দেশের নানা প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের মিলনমেলায় পরিণত হয় সুন্দরবনের দুবলার চর। ছবি: হাবিবুর রহমান/স্টার

5.jpg
সূর্য ওঠার আগেই স্নান সারতে হয় পুণ্যার্থীদের। তবে তারপরও বাকি থাকে কিছু আনুষ্ঠানিকতা। ছবি: হাবিবুর রহমান/স্টার

6.jpg
যে যার সামর্থ অনুযায়ী নৈবেদ্য এনেছেন ঈশ্বরকে সন্তুষ্ট করার আশায়। ছবি: হাবিবুর রহমান/স্টার