পদত্যাগ করে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

By স্টার অনলাইন রিপোর্ট

পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, 'আমি ভোট করব। আমি নমিনেশন ওখানে চেয়েছি। আমি অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি এখনো। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে গিয়ে আমি ভোট করব।'

আজ বুধবার নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মো. আসাদুজ্জামান এ কথা বলেন।

পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হবেন—প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বাংলাদেশ যাকে উপযুক্ত মনে করে।'

সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবীকে গত বছরের ৮ আগস্ট অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছিল অন্তর্বর্তী সরকার। এর আগে তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।