দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, আজ থেকে কার্যকর

By স্টার অনলাইন রিপোর্ট

একদিনের ব্যবধানে দেশে ফের বেড়েছে সোনার দাম। এ দফায় প্রতি ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বাড়ল।

আজ থেকে ভালো মানের এক ভরি সোনা কিনতে খরচ করতে হবে ২ লাখ ২২ হাজার ৮৪ টাকা। দেশের ইতিহাসে এটিই সোনার সর্বোচ্চ দর।

গতকাল সোমবার রাতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা আজ থেকে কার্যকর হয়েছে। এই নতুন দর আগের দামের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেশি।

এর একদিন আগে ২১ ডিসেম্বর বাজুস প্রতি ভরি সোনার দাম ১ হাজার টাকা বাড়িয়ে ২ লাখ ১৮ হাজার ১১৬ টাকা নির্ধারণ করেছিল, যা গতকাল থেকে কার্যকর হয়েছে। 

বিশ্ববাজারে প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৪০০ ডলার ছাড়িয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই দেশের বাজারেও সোনার দাম বাড়ার ঘোষণা এলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে সুদের হার কমতে পারে—এমন খবরে ও বিশ্বব্যাপী নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বাড়ায় আন্তর্জাতিক বাজারে সোনার দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। পাশাপাশি রুপার দামেও নতুন রেকর্ড তৈরি হয়েছে। 

গ্রিনিচ সময় (জিএমটি) অনুযায়ী, গতকাল দুপুর ১টা ১৩ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪২৬ দশমিক ৬৬ ডলারে পৌঁছায়।                         

এদিকে, ফেব্রুয়ারি মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে যে সোনা মজুত করা হয়েছিল, তা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে আউন্স প্রতি ৪ হাজার ৪৫১ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে। পরিমাণে যা ২৮ দশমিক ৩৪ গ্রামের সমান।