চুয়াডাঙ্গায় তাপমাত্রা নামল ৯.৬ ডিগ্রিতে

By নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

চুয়াডাঙ্গায় আজ শুক্রবার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

এ তথ্য জানিয়ে চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. জামিনুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, আগামী কয়েক দিন তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

মৃদু শৈত্যপ্রবাহে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। এদিন সকাল ১০টা পর্যন্তও অনেক এলাকা সম্পূর্ণরূপে কুয়াশায় ঢেকে রয়েছে। গতি কমে এসেছে যানবাহনে। শ্রমিকরাও ভোগান্তি নিয়ে ছুটছেন কর্মস্থলে।

চুয়াডাঙ্গা সদরের আকন্দবাড়িয়ার কৃষক আজগর আলী বলেন, এই সময় ফসলের মাঠে অনেক কাজ। তীব্র শীত উপেক্ষা করেও মাঠে যেতে হচ্ছে। কৃষি শ্রমিক অনেকেই কাজে আসতে চাচ্ছেন না।

ইটভাটা শ্রমিক তরিকুল ইসলাম বলেন, ভাটার কাজ ভোরেই শুরু করতে হয়। শীতে হাত পাথর হয়ে যাচ্ছে। শুনছি শীত নাকি বাড়বে। এরচেয়ে শীত পড়লে আর কাজকাম করতে পারব না।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা দ্য ডেইলি স্টারকে বলেন, এই মুহূর্তে শীতের তীব্রতা বেশ বেড়েছে। সরকারিভাবে আসা শীতবস্ত্র দুঃস্থদের মাঝে বিতরণ করা হচ্ছে।