শওকত মাহমুদকে বিএনপি থেকে বহিস্কার

By স্টার অনলাইন রিপোর্ট

বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকে দলের সব পদ থেকে বহিস্কার এবং দলের প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে।

বিএনপির সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার বলা হয়, দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দল থেকে তাকে বহিস্কার করা হয়েছে।

দলের স্থায়ী কমিটি শওকতকে সব পদ থেকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।