গভীর রাতে বাসার ‘দরজা ভেঙে’ বিএনপি নেতা এ্যানিকে আটক করল পুলিশ

By স্টার অনলাইন রিপোর্ট

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিনগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বলেন, গত ২৫ মে ধানমন্ডি থানায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বিরুদ্ধে দায়ের হওয়া 'রাজনৈতিক' মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে লক্ষ্মীপুরে ২টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিএনপির অভিযোগ, গতকাল দিনগত রাতে এ্যানির ধানমন্ডির বাসায় যায় পুলিশ। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ গতকাল দিনগত রাত ২টার দিকে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসায় গিয়ে দরজা ভেঙে তাকে আটক করে নিয়ে যায়।'

এই ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলে জানান শায়রুল কবির খান।