‘দ্য ডেইলি স্টার-প্রথম আলোতে হামলা করেছে গণবিরোধী শক্তি, ব্যর্থ হয়েছে সরকার’

By স্টার অনলাইন রিপোর্ট

দ্য ডেইলি স্টার ও প্রথম আলোতে হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।

আজ রোববার ডেইলি স্টার ভবন পরিদর্শনকালে এ দাবি জানান তিনি।

এসময় ড. কামাল সাংবাদিকদের বলেন, 'এই দুটি গণমাধ্যমে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো ব্যক্তিরা গণবিরোধী শক্তি, তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছে।  তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।'

তিনি বলেন, 'এই দুটি গণমাধ্যম বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সরকার এদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, যা পুরোপুরি অগ্রহণযোগ্য।'

গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান এসময় তার সঙ্গে ছিলেন।