ক্যানসাসে বিজয় শোভাযাত্রায় বন্দুক হামলায় নিহত ১, আহত ২১

By স্টার অনলাইন ডেস্ক

আমেরিকান ফুটবল দল ক্যানসাস সিটি চিফের সুপার বৌল বিজয় মিছিলে বন্দুক হামলায় এক ব্যক্তি নিহত ও আরও ২১ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই শিশু।

আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে এএফপি।

গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ক্যানসাস অঙ্গরাজ্যের আমেরিকান ফুটবল দল ক্যানসাস সিটি চিফের খেলোয়াড়রা উল্লসিত জনতার উদ্দেশে বক্তব্য দিতে শুরু করার কয়েক মুহূর্তের মধ্যে গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আমেরিকান ফুটবলের বার্ষিক প্রতিযোগিতা এনএফএলে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দের মুহূর্তটি নিমিষেই মর্মান্তিক ঘটনায় রূপ নেয়। 

স্থানীয় পুলিশ জানিয়েছে এ ঘটনা সূত্রে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। হামলার কারণ জানতে তদন্ত চলছে।

স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান রস গ্রান্ডিসন এক সংবাদ সম্মেলনে জানান, আহতদের অনেকের 'অবস্থা আশঙ্কাজনক'।

স্থানীয় রেডিও স্টেশন কেকেএফআই জানিয়েছে, তাদের ডিজে লিসা লোপেজ এই হামলায় নিহত হয়েছেন।

চিলড্রেনস মার্সি হাসপাতালে ১২ জন চিকিৎসাধীন রয়েছে, যাদের ১১ জনই শিশু। নয়জন শিশুর দেহে বুলেটের আঘাত রয়েছে। হাসপাতালের মুখপাত্র জানান, তিনি আশাবাদী আহতরা সবাই সুস্থ হয়ে উঠবেন।

পল কনত্রেরাস তার তিন মেয়েকে নিয়ে বিজয় শোভাযাত্রায় অংশ নেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগে তিনি এক সন্দেহভাজন বন্দুকধারীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেন।

চিফস দলের অন্যতম সেরা তারকা ও মার্কিন পপ তারকা টেইলর সুইফটের বয়ফ্রেন্ড ট্রাভিস কেলসি জানান '(এ ঘটনায়) তার হৃদয় ভেঙে গেছে'।

এ ঘটনার জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবারও দেশবাসীকে কংগ্রেসের ওপর চাপ সৃষ্টির করে বন্দুক ব্যবহার আইন সংস্কার করার আহ্বান জানান। 

হোয়াইট হাউজের এক বিবৃতিতে তিনি বলেন, 'আজকের এই ঘটনায় আমাদের বিস্মিত ও লজ্জিত হয়ে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া উচিত'।

savar.jpg
এক আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: এএফপি

তিনি মার্কিনদের কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করে অ্যাসল্ট অস্ত্র বেচা-কেনা নিষেধ, উচ্চ ধারণক্ষমতার কার্তুজের ব্যবহার সীমাবদ্ধ ও বন্দুক ক্রেতাদের ব্যাকগ্রাউন্ড চেক নিশ্চিত এবং যাদের বন্দুক কেনা ও রাখার কোন গ্রহণযোগ্য কারণ নেই, তাদেরকে বন্দুক কেনা থেকে বিরত রাখা নিশ্চিত করার আহ্বান জানান।

স্থানীয় কর্মকর্তারা জানান, এই শোভাযাত্রায় ১০ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রে এ ধরনের বন্দুক হামলার ঘটনা নিয়মিত ঘটে। দেশটিতে মানুষের চেয়ে বন্দুকের সংখ্যা বেশি এবং প্রাপ্তবয়স্কদের ৩৩ শতাংশই অন্তত একটি বন্দুকের মালিক।

গত পাঁচ মৌসুমে তৃতীয়বারের মতো সুপার বৌল জিতেছে ক্যানসাস সিটি চিফস।