জয়ার ‘বিজয়া’ দুই বাংলায়

By স্টার অনলাইন রিপোর্ট

কিছুদিন আগে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘দেবী’। দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে এটি। তবে জয়া ভক্তদের জন্য আরও একটি সুখবর হলো আগামী ৪ জানুয়ারি কলকাতায় মুক্তি পাবে ‘বিজয়া’। আর সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ছবিটি মুক্তির পাওয়ার সম্ভাবনা রয়েছে ১৮ জানুয়ারি।

‘বিসর্জন’-এর সিকুয়েল ছবি ‘বিজয়া’। ‘বিসর্জন’ ছবির গল্প যেখানে শেষ, ঠিক সেখান থেকে শুরু হয়েছে ‘বিজয়া’-র গল্প। চলচ্চিত্র দুটি পরিচালনা ও অভিনয়  করছেন কৌশিক গাংগুলি। জয়ার সঙ্গে আছেন আবীর চট্টোপাধ্যায়। সম্প্রতি, কলকাতায় ‘বিজয়া’ ছবির পোস্টার উদ্বোধন করা হয়েছে।

জয়া আহসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এর আগে নাসির, পদ্মা ও গণেশের গল্প সবার হৃদয় জয় করলেও কিছু প্রশ্নের উত্তর পাওয়া বাকি আছে। কিছু থমকে দাঁড়ানো সময়ের সম্মুখীন হওয়া বাকি আছে এখনও। ‘বিসর্জন’-এর রেশ নিয়ে এবার আমরা ‘বিজয়া’-তে।”