দ. আফ্রিকা-উইন্ডিজ ম্যাচে বৃষ্টির বাগড়া

By স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে টানা হার। রীতিমতো খাঁদের কিনারায় দক্ষিণ আফ্রিকা। তাই উইন্ডিজের বিপক্ষে ম্যাচটি বাঁচা মরার লড়াই তাদের জন্য। কিন্তু তাতে বাগড়া দিয়েছে বৃষ্টি। ৭.৩ ওভার খেলা হবার পর বৃষ্টি নামলে বন্ধ রয়েছে খেলা।

বৃষ্টি নামার আগে অবশ্য খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই দক্ষিণ আফ্রিকা। বিদায় নিয়েছেন দলের দুই ব্যাটসম্যান। রান সংগ্রহ করতে পেরেছে মাত্র ২৯টি।  তবে আশা টিকিয়ে রেখে উইকেটে সাবলীল ব্যাট করছেন কুইন্টন ডি কক। ২১ বলে ১৭ রানে ব্যাট করছেন তিনি। তার সঙ্গে আছেন অধিনায়ক ফাফ দু প্লেসি। ৭ বল খেলে এখন রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক।

এর আগে সাউদাম্পটনে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। দলীয় ১১ রানের প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেল্ডন কটরেলের বলে গেইলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এরপর তিন নম্বরে নামা এইডেন মার্করামও শিকার হন কটরেলের। ফলে শুরুতেই চাপে পড়ে যায় দলটি।

১০ দলের বিশ্বকাপে পয়েন্ট তালিকায় নয়ে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। উইন্ডিজের বিপক্ষে হারলে গ্রুপ পর্ব থেকে বিদায় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে দলটির। শেষ চারে যেতে হলে পরের পাঁচটি ম্যাচ তো জিততে হবেই। সঙ্গে অন্য দল গুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে। যে সমীকরণ বেশ কঠিন। তাই জয়ের পথে ফিরতে মরিয়া দলটি।