মিমের নতুন ছবি
বিদ্যা সিনহা মিমের জন্মদিন ছিলো গতকাল। জন্মদিনে নতুন খবর দিলেন এই লাক্সতারকা। আগামী ১৮ নভেম্বর থেকে শুরু করতে যাচ্ছেন নতুন ছবির শুটিং।
রায়হান রাফি পরিচালিত নতুন চলচ্চিত্রটির নাম ‘ইত্তেফাক’। প্রথমবারের মতো এই ছবিতে জুটি হয়ে অভিনয় করছেন সিয়াম আহমেদের সঙ্গে। ছবিটির প্রথম লটের শুটিং সিলেটে হবে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন মিম।
একই পরিচালকের ‘পরান’ নামের ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।
বিদ্যা সিনহা মিম দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ইত্তেফাক ছবির গল্প একেবারে অন্যরকম। এই রকম গল্পের ছবিতে আগে অভিনয় করা হয়নি। দর্শকরা যে ধরনের গল্প নির্ভর ছবি পছন্দ করেন, এই ছবির গল্পটি ঠিক তেমনই।”
এদিকে কয়েকদিন আগে অমিতাভ রেজার বিজ্ঞাপনে মডেল হয়েছেন মিম। গতমাসে মুক্তি পেয়েছিলো ‘সাপলুডু’ নামের সিনেমা। ছবিতে মিমের বিপরীতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ।