মা দিবসে মায়েদের উৎসর্গ করে ফকির আলমগীরের ২ গান

By স্টার অনলাইন রিপোর্ট

আজ মা দিবস উপলক্ষে বিশ্বের সব মাকে উৎসর্গ করে দুটি গান গেয়েছেন সংগীতশিল্পী ফকির আলমগীর।

গানগুলোর শিরোনাম ‘মা আমার কেমন ছিল’ ও ‘একটি তারা দুইটি তারা’। প্রথম গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার ও পরের গানটি নিশাত খান।

গান দুটির সুর ও সংগীত করেছেন বাসুদেব ঘোষ।

ফকির আলমগীর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘মাকে নিয়ে এর আগেও অনেক গান গেয়েছি। নতুন গান দুটিতে বেশ যত্নের ছাপ আছে। বাসুদেব ঘোষের চমৎকার সুর আমাকে মুগ্ধ করেছে। মানুষটি আজ আমাদের মাঝে নেই। তবে সুরের মাঝেই তিনি বেঁচে আছেন। আশা করি, আমার দর্শক-শ্রোতারা গানটি পছন্দ করবেন।’

কলের গান মাল্টিমিডিয়া গান দুটি প্রকাশ করেছে। সঙ্গে রয়েছে গানের ভিডিও।

এছাড়াও, আজ রাত সাড়ে ১০টায় ‘প্যারিসের জানালা’ নামের একটি আইডি থেকে ফেসবুক লাইভে থাকবেন ফকির আলমগীর।