কালো টাকা: টাকার রং বদলের ইতিবৃত্ত

By স্টার আনফোল্ডস

 

‘কালো টাকা’— প্রতি বাজেটের এক আলোচিত বিষয়। কিন্তু, ‘কালো টাকা’ বলতে আসলে কী বোঝায়? আর তা সাদাই বা কেন করতে হয়?

বাজেট নিয়ে দ্য ডেইলি স্টারে থাকছে নানা আয়োজন। এর শুরুটা হচ্ছে নতুন একটি শো দিয়ে, যার নাম ‘স্টার আনফোল্ডস’।

‘স্টার আনফোল্ডস’ এ অনেক জটিল বিষয়ের জট খোলার চেষ্টা করা হবে। আজ ‘স্টার আনফোল্ডস’ এ থাকছে কালো টাকার আখ্যান।