জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.২৫ শতাংশ, মূল্যস্ফীতির হার ৫.৩ শতাংশ

By স্টার অনলাইন রিপোর্ট

২০২১-২২ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং করোনা-পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারের বিষয়টি বিবেচনা করে অর্থমন্ত্রণালয় প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

তবে, চলতি অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির হার সংশোধন করে ৬ দশমিক ১ শতাংশ করা হয়েছে। প্রাথমিকভাবে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ দশমিক ২ শতাংশ।

এর আগে, ২০১৮-১৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ১৫ শতাংশ এবং মহামারির কারণে ২০১৯-২০২০ সালে তা কমে ৫ দশমিক ২ শতাংশে এসেছিল।

এ ছাড়া, আগামী অর্থবছরের জন্য সরকার মুদ্রাস্ফীতির হার ৫ দশমিক ৩ শতাংশ হতে পারে বলে আশা করছে।

আরও পড়ুন:

বরাদ্দ কমছে ১৩ মন্ত্রণালয়-বিভাগের

জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭.২৫ শতাংশ, মূল্যস্ফীতির হার ৫.৩ শতাংশ

সামাজিক নিরাপত্তা খাতে ১০৭৬২৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

৩ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয় করমুক্ত

 

বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা

করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ

প্রতিমাসে ২৫ লাখ মানুষ টিকা পাবে

নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি

আইটি সেবা প্রদানকারীদের কর হ্রাসের প্রস্তাব

এশিয়ায় সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশে

কৃষি শিল্পায়ন ও উদ্যোক্তা তৈরিতে ১০ বছর কর অব্যাহতি

দাম বাড়তে পারে, কমতে পারে

সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব

তৈরি পোশাক রপ্তানিতে অতিরিক্ত ১ শতাংশ প্রণোদনা অব্যাহত থাকবে