ভূত শাকিব খান!

By স্টার অনলাইন রিপোর্ট

‘নাকাব’-এর ট্রেইলার

শাকিব খান অভিনীত ‘ভাইজান এলো রে’ ছবিটি যখন বাংলাদেশে ব্যবসা করছে বেশ, মুগ্ধ হচ্ছেন দর্শকরা, সিনেমা হলে উৎসবের আমেজ, ঠিক তখনি একেবারে নতুন লুকে দেখা দিলেন তিনি।

গল্প ও ছবির চরিত্রের প্রয়োজনে সবসময় ভিন্ন ভিন্ন লুকে দেখা গিয়েছে শাকিবকে। তবে এর আগে কখনো এভাবে দেখা দেননি তিনি।

গত ২৮ জুলাই কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্ম প্রযোজিত ‘নাকাব’ ছবির ট্রেলার প্রকাশিত হয়েছে। দুই মিনিট ২৭ সেকেন্ডের এ ভিডিওতে শাকিবকে দেখা যায় ভৌতিক লুকে।

এর আগে ছবিটির পোস্টার ও একটি গান প্রকাশিত হয়েছিলো। ভৌতিক এ ছবিতে শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার নুসরাত জাহান ও সায়ন্তিকা ব্যানার্জি। ছবিটি পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস।

‘নাকাব’ আগামী ২৪ আগস্ট কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে।