অবিশ্বাস্য! একই মঞ্চে শাকিব, রিয়াজ, ফেরদৌস, ওমর সানী

By স্টার অনলাইন রিপোর্ট

শাকিব খানসহ ঢাকাই সিনেমায় চারজন নায়ক একসঙ্গে দাঁড়ালেন একই মঞ্চে। অন্যরা হলেন-ওমর সানী, রিয়াজ ও ফেরদৌস। বাংলা চলচ্চিত্রের বিভিন্ন সময়ের জনপ্রিয় নায়ক তারা। চারজনকে অনুষ্ঠানে পেয়ে মঞ্চে ডেকে নেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়।

কথিত রয়েছে এই অভিনেতাদের মধ্যে মানসিক দূরত্ব রয়েছে। কিন্তু, উপস্থাপকের আমন্ত্রণে একে একে মঞ্চে হাজির হোন সবাই। মঞ্চে এসে তারা কথাও বলেন সিনেপ্লেক্সের প্রতিষ্ঠাবার্ষিকী ও দেশের সিনেমা নিয়ে। চার নায়ককে একসঙ্গে দেখে হাততালিতে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

স্টার সিনেপ্লেক্সের ১৪ বছর পূর্তি উপলক্ষে গতকাল (৮ অক্টোবর) সন্ধ্যায় এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজির হয়েছিলেন নানা অঙ্গনের তারকারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফারুক, শর্মিলী আহমেদ, আবুল হায়াত, পপি, জয়া আহসান, গিয়াসউদ্দিন সেলিম, সালাউদ্দিন লাভলু, অনিমেষ আইচ, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, ভাবনা ও নাবিলাসহ অনেকেই।