আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

By স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টিতে আলো ছড়িয়ে ওয়ানডে দলে জায়গা করে নেওয়া সাইফ হাসান ছিলেন অভিষেকের অপেক্ষায়। সেটার অবসান হতে সময় লাগল না বেশি। বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো ৫০ ওভারের ক্রিকেটে নামবেন ডানহাতি ব্যাটার। তাকে একাদশে রেখে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং বেছে নিলেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বুধবার সংযুক্ত আরব আমিরাতের মাটিতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়। এর আগে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

টসের সময় মিরাজ বলেন, উইকেট দেখে ভালো মনে হচ্ছে তার এবং ২৮০ রানের পুঁজি পেলে ভালো হবে। বিপরীতে, আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতেন।

বাংলাদেশের একাদশে নেই বিশ্রাম পাওয়া বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টিতেও খেলেননি তিনি। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলবেন নুরুল হাসান সোহান। তার পাশাপাশি ফিরেছেন পেসার হাসান মাহমুদ।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ভালো করতে পারছে না বাংলাদেশ দল। ৭৭ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে দশে নেমে গেছে তারা। ফলে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে যৌথভাবে অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। অন্যদিকে, সাতে থাকা আফগানিস্তানের রেটিং পয়েন্ট ৯১। তাদেরকে এবারের সিরিজে ৩-০ ব্যবধানে হারাতে পারলে র‍্যাঙ্কিংয়ে নয়ে উঠে যাবে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, আল্লাহ মোহাম্মদ গজনফর, বশির আহমেদ।