সিরিজ বাঁচানোর লড়াইয়ে বোলিংয়ে বাংলাদেশ, ফিরলেন মোস্তাফিজ-রিশাদ

By স্পোর্টস ডেস্ক

প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ম্যাচে ভাগ্য গেল না তার পক্ষে। টস জিতে টাইগারদের আগে বোলিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিলেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।

শনিবার সংযুক্ত আরব আমিরাতের মাটিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি দুই দল। আবুধাবিতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়। একই ভেন্যুতে প্রথম ম্যাচে ৫ উইকেটে হেরে পিছিয়ে থাকা বাংলাদেশ নামবে সিরিজ বাঁচানোর লড়াইয়ে। জয়ের কোনো বিকল্প নেই তাদের সামনে।

বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়েছেন দুই ডানহাতি পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ। ফিরেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন। আফগানিস্তান নামবে অপরিবর্তিত একাদশ নিয়ে।

টসের সময় শহিদি জানিয়েছেন, উইকেট দেখে ভালো মনে হয়েছে তার কাছে। ম্যাচের দ্বিতীয়ভাগে স্পিনারদের জন্য সহায়তা আশা করছেন তিনি। আর মিরাজ বলেছেন, টস জিতলে তিনি আবারও আগে ব্যাটিং বেছে নিতেন। শিশির পড়ার কারণে এখানে ২৪০-২৫০ রান তাড়া করা সম্ভব মনে হচ্ছে তার।

আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ হারের শঙ্কায় রয়েছে বাংলাদেশ। ২০২৩ সালে ঘরের মাঠে ও গত বছর আরব আমিরাতের শারজাহতে ২-১ ব্যবধানে হেরেছিল তারা।

যে সংস্করণ ছিল শক্তির জায়গা, সাম্প্রতিক সময়ে সেই ওয়ানডেতে একদমই ভালো করতে পারছে না বাংলাদেশ দল। আইসিসি র‍্যাঙ্কিংয়ে দশে নেমে গেছে তারা। সবশেষ ১১ ওয়ানডেতে তাদের জয় স্রেফ একটি! পরিত‍্যক্ত হয়েছে একটি ম‍্যাচ, হার বাকি নয়টিতে।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, আল্লাহ মোহাম্মদ গজনফর, বশির আহমেদ।