বাংলাদেশে আসার আগে ভারতে হোয়াইটওয়াশড ওয়েস্ট ইন্ডিজ
ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে দারুণ প্রতিরোধ গড়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। তবে তাতে ম্যাচের ফলে কোন প্রভাব পড়েনি, স্রেফ ম্যাচ লম্বা হয়েছে, এটুকুই। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টেও শক্তিশালী ভারতের কাছে পাত্তা পায়নি ক্যারবিয়ানরা। অবধারিতভাবে হোয়াইটওয়াশড হয়েছে তারা।
দিল্লি টেস্টের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। ১২১ রানের লক্ষ্য লোকেশ রাহুলের ফিফটি ও সাই সুদর্শনের মাঝারি ইনিংসে ভর করে পেরিয়ে যায় ভারত।
আগের দিন বিকালে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান যশভি জয়সওয়াল শুরুতেই আউট হয়ে গিয়েছিলেন। পরে ৭৯ রানের জুটি পান রাহুল-সুদর্শন। দলকে জয়ের কাছে এনে সুদর্শন ৩৯ করে ফিরে যান। অধিনায়ক শুভমান গিল নেমেও ১৩ রান করে আউট হন। রাহুল (৫৮*) ও ধ্রুব জুরেল (৬*) অনায়াসে ম্যাচ শেষ করে দেন।
খেলার ফল অনেকটা নিশ্চিত হয়ে যায় প্রথম ইনিংসেই। জয়সওয়ালের ১৭৫ ও গিলের ১২৯ রানে ভর করে ৫ উইকেটে ৫১৮ রান তুলে ইনিংস ছেড়ে দেয় ভারত।
জবাবে মাত্র ২৪৮ রানে অলআউট হয়ে ফলো-অনে পড়ে ক্যারিবিয়ান দল। কুলদীপ যাদব ৮২ রানে নেন ৫ উইকেট। ফলো অনে পড়া ওয়েস্ট ইন্ডিজ গড়ে প্রতিরোধ। জন ক্যাম্পবেল ও শেই হোপের সেঞ্চুরিতে ৩৯০ রান তুলে ১২০ রানের লিড নিয়ে নেয়। যদিও ভারতের মতন দলের বিপক্ষে এই রান দিয়ে জেতার আশা করা ছিলো বাড়াবাড়ি।
ভারতের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়া ওয়েস্ট ইন্ডিজ দলের গন্তব্য এবার বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা।