লালবাগ কেল্লায় উন্মোচিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি

By ক্রীড়া প্রতিবেদক

ঐতিহাসিক লালবাগ কেল্লায় উন্মোচন করা হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের আসন্ন ওয়ানডে সিরিজের অফিসিয়াল ট্রফি। লালবাগ কেল্লা রাজধানী ঢাকায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মুঘল স্থাপত্যের একটি উল্লেখযোগ্য উদাহরণ।

miraz and hope
ছবি: ফিরোজ আহমেদ

শুক্রবার লালবাগ কেল্লার সুপরিচিত পরী বিবির মাজারের সামনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই দলের অধিনায়ক— বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। দুজন মিলে উন্মোচন করেন তিন ম্যাচের সিরিজের ট্রফিটি।

1000039452.jpg
ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে এই আয়োজনটি করা হয়। এর মূল লক্ষ্য দেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা।

1000039450.jpg
ছবি: ফিরোজ আহমেদ

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের বাকি দুটি ম্যাচ ২১ ও ২৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।