স্পিন বিভাগে শক্তি বাড়াল বাংলাদেশ, স্কোয়াডে ঢুকলেন নাসুম
সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের কালো রঙের মন্থর উইকেট ভীষণ সহায়তা করেছে স্পিনারদের। তা অনুধাবন করে বোলিং আক্রমণে স্পিন বিভাগের শক্তি আরও বাড়াল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি দুটি ওয়ানডের জন্য স্কোয়াডে যুক্ত হলেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য টাইগারদের স্কোয়াড এখন ১৭ জনের।
বাংলাদেশের জার্সিতে ১৮ ওয়ানডে খেলা নাসুমের উইকেট ১৬টি। তিনি সবশেষ এই সংস্করণে খেলেছেন গত বছরের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। তাকে নিয়ে স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনারের সংখ্যা বেড়ে হয়েছে চারজন। প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের ধসিয়ে দেওয়া লেগ স্পিনার রিশাদ হোসেনের পাশাপাশি আগে থেকে ছিলেন অধিনায়ক অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম।
গতকাল শনিবার মিরপুরের পুরোপুরি স্পিনবান্ধব উইকেটে বাংলাদেশ ৭৪ রানের বড় ব্যবধানে জিতেছে। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তারা। লক্ষ্য তাড়ায় নামা ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ১৩৩ রানে গুটিয়ে দিতে রিশাদ রেকর্ডগড়া বোলিংয়ে নেন ৩৫ রানে ৬ উইকেট।
সিরিজের পরের দুই ম্যাচ একই মাঠে অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার। খেলা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।
বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ।