ফেরার ম্যাচে ব্যর্থ রোহিত-কোহলি, অস্ট্রেলিয়ার সহজ জয়
ভারতের ব্যাটিংয়ের সময় একে একে চার দফা বাগড়া দিল বেরসিক বৃষ্টি। ম্যাচের দৈর্ঘ্য তাই নেমে এলো ২৬ ওভারে। বাজে শুরুর পর শেষদিকে রান তোলার গতি বাড়িয়ে তারা যে পুঁজি পেল, তা নিয়ে লড়াই জমল না। রোহিত শর্মা ও বিরাট কোহলির ফেরার দিনে সহজেই জিতল অস্ট্রেলিয়া।
রোববার পার্থের অপ্টাস স্টেডিয়ামে বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ডিএলএস পদ্ধতিতে ৭ উইকেটে জিতেছে স্বাগতিকরা। তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৬ ওভারে ৯ উইকেটে ১৩৬ রান তোলে ভারত। এরপর ডিএলএস পদ্ধতিতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ১৩১ রানের। ২৯ বল হাতে রেখে ৩ উইকেট খুইয়ে তা স্পর্শ করে তারা।
সাত মাস পর ভারতের জার্সিতে খেলতে নেমে ব্যর্থ হন সফরকারীদের দুই অভিজ্ঞ ব্যাটার রোহিত ও কোহলি। ওপেনিংয়ে নেমে ১৪ বলে ৮ রান করে জশ হ্যাজেলউডের শিকার হন রোহিত। তিনে নেমে ৮ বল খেলা কোহলিকে রানের খাতাই খুলতে দেননি মিচেল স্টার্ক।
বৃষ্টির কারণে ভারতের ইনিংস প্রথমবার থামে ৮.৫ ওভারে। ততক্ষণে ২৫ রানে ৩ উইকেট খুইয়ে কাঁপছিল দলটি। রোহিত ও কোহলির পাশাপাশি সুবিধা করতে পারেননি তাদের নতুন অধিনায়ক শুবমান গিল। ১৮ বলে ১০ রান করে তিনি আউট হন ন্যাথান এলিসের ডেলিভারিতে।
ম্যাচের দৈর্ঘ্য তখন নেমে আসে ৪৯ ওভারে। এরপর ১১.৫, ১৪.২ ও ১৬.৪ ওভারে খেলা ফের থামে এবং ম্যাচ ছোট হতে হতে যথাক্রমে ৩৫, ৩২ ও শেষমেশ ২৬ ওভারে দাঁড়ায়।
চাপে থাকা ভারত শেষ ৯.২ ওভারে যোগ করে ৮৪ রান। ৪৫ রানে ৪ উইকেট পড়ার পর তাদেরকে টানেন লোকেশ রাহুল (৩১ বলে ৩৮ রান) ও অক্ষর প্যাটেল (৩৮ বলে ৩১ রান)। শেষদিকে দুটি ছক্কায় ১১ বলে ১৯ রানে অপরাজিত থাকেন অভিষিক্ত নিতিশ কুমার রেড্ডি। অজিদের হয়ে দুটি করে উইকেট পান হ্যাজেলউড, ম্যাথু কুনেমান ও ক্যারিয়ারের প্রথম ওয়ানডে খেলতে নামা মিচেল ওয়েন।
রান তাড়ায় নেমে দ্রুত ফেরেন ট্রাভিস হেড। তবে একপ্রান্ত আগলে রাখা অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ চাপ তৈরি হতে দেননি। ম্যাথু শর্টের সঙ্গে ৩৯ বলে ৩৪, জশ ফিলিপের সঙ্গে ৪৫ বলে ৫৫ ও অভিষিক্ত ম্যাট রেনশর সঙ্গে ৩৫ বলে অবিচ্ছিন্ন ৩২ রানের জুটি গড়েন তিনি।
মার্শ অপরাজিত থাকেন দুটি চার ও তিনটি ছক্কায় ৫২ বলে ৪৬ রানে। ফিলিপ তিনটি চার ও দুটি ছক্কায় খেলেন ২৯ বলে ৩৭ রানের আগ্রাসী ইনিংস। জয়সূচক শট খেলা রেনশ একটি করে চার ও ছক্কায় করেন ২৪ বলে অপরাজিত ২১ রান।