নাসুমকে একাদশে নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস ভাগ্য পাশে পেলেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের অধিনায়ক বেছে নিলেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত।
মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু দুপুর ১টা ৩০ মিনিটে। এই সংস্করণে সময়টা অনেক দিন ধরেই ভালো যাচ্ছে না টাইগারদের। হতাশা ঝেড়ে জ্বলে উঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতলে তা নিঃসন্দেহে আত্মবিশ্বাস দেবে দলকে।
বাংলাদেশের একাদশে পরিবর্তন একটি। সিরিজের মাঝপথে স্কোয়াডে যুক্ত হওয়া নাসুম আহমেদ জায়গা পেয়েছেন একাদশেও। বাঁহাতি স্পিনারকে জায়গা করে দিতে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ওয়ানডেতে খেলা মিরাজ, রিশাদ হোসেন ও তানভীর ইসলামের সঙ্গে এদিন চতুর্থ স্পিনার হিসেবে খেলবেন নাসুম। তিনি সবশেষ এই সংস্করণে খেলেছেন গত বছরের ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই।
একাদশে একমাত্র বিশেষজ্ঞ পেসার তাই মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে দরকার হলে পেস বোলিং করতে পারেন সৌম্য সরকার।
আগের ম্যাচে মিরপুরের পিচ প্রবল সহায়তা করেছে স্পিনারদের। তা মাথায় রেখে বাংলাদেশের মতো সফরকারীরাও স্পিন আক্রমণে শক্তি বাড়িয়েছে। তাদের একাদশে দুটি পরিবর্তন। দুই পেসার জেডেন সিলস ও রোমারিও শেফার্ড বাদ পড়েছেন। দলে এসেছেন বাঁহাতি স্পিনার আকিল হোসেন। ওয়ানডে অভিষেক হচ্ছে টপ অর্ডার ব্যাটার আকিম অগাস্টের।
ওয়েস্ট ইন্ডিজের একাদশেও চার স্পিনার। আকিল সঙ্গী হয়েছেন রোস্টন চেইস, খ্যারি পিয়েরে ও গুডাকেশ মোটির। পেস বিভাগ সামলানোর দায়িত্ব দুই অলরাউন্ডার জাস্টিন গ্রিভস ও শেরফেন রাদারফোর্ডের ওপর।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শেই হোপ (অধিনায়ক), ব্র্যান্ডন কিং, আলিক আথানেজ, আকিম অগাস্ট, কেসি কার্টি, রোস্টন চেইস, জাস্টিন গ্রিভস, গুডাকেশ মোটি, খ্যারি পিয়ের, শেরফেন রাদারফোর্ড ও আকিল হোসেন।