কালো পিচ দেখে আকিল ভেবেছিলেন, ‘টিভির রং চলে গেছে’
ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার আকিল হোসেনের সবশেষ ২৪ ঘণ্টা ছিল একেবারে ব্যস্ততায় ঠাসা। তিনি সোমবার ওয়ানডে দলে অন্তর্ভুক্ত হয়ে মাঝরাতে পৌঁছান ঢাকায়। এরপর মঙ্গলবার বিকালের মধ্যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে বোলিংয়ে নামতে হয় তাকে।
দুই দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ছিল সবকিছুর সংমিশ্রণ। তবে সেখানে ছিল না পেস বোলিংয়ের কোনো অস্তিত্ব। স্পিন সহায়ক পিচে মূল লড়াই টাই হওয়ার পর আকিল কেবল সুপার ওভারে ক্যারিবিয়ানদের ১ রানের জয় নিশ্চিত করেই থেমে যাননি, ম্যাচের শেষে সংবাদ সম্মেলনে কিছু মজার মন্তব্যও করেছেন।
সুপার ওভারে দুটি ওয়াইড ও একটি নো বল করেন আকিল। তা সত্ত্বেও ১১ রানের লক্ষ্য মেলাতে পারেনি বাংলাদেশ। শেষ বলে ৩ রানের চাহিদায় সাইফ হাসান নিতে পারেন কেবল সিঙ্গেল। অন্য দুই ব্যাটার সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্তও পারেননি সুবিধা করতে।
ভীষণ ব্যস্ত একটি দিন কাটানো সম্পর্কে আকিল বলেছেন, 'মনে হচ্ছে, আমার শরীরে আর কিছু অবশিষ্ট নেই। ভোর ৪টায় হোটেলে পৌঁছেছি। কিন্তু এটা আমার কাজের অংশ এবং যখন আপনি কোনো কিছুতে প্রতিশ্রুতিবদ্ধ হবেন, তখন শতভাগ দিতে হবে। কোনো অজুহাত নেই। যদিও সুপার ওভারে আমি প্রায় তালগোল পাকিয়ে ফেলেছিলাম, তবে সৌভাগ্যক্রমে দলকে শেষ পর্যন্ত জিতিয়েছি।'
সিরিজজুড়ে মিরপুরের কালো মাটির উইকেট আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমন পিচে অনুমিতভাবে চলছে স্পিনারদের আধিপত্য। আকিলকে জিজ্ঞেস করা হয়, টিভিতে প্রথম ওয়ানডে দেখার সময় ভেবেছিলেন কিনা যে কেন দলে নেই?
জবাব দিয়েছেন, 'না, সত্যিই না। টিভি চালুর পর প্রথমেই তো পরীক্ষানিরীক্ষার কাজ করেছিলাম। মনে হচ্ছিল, সমস্যা হয়েছে। আমি ভেবেছিলাম, টিভির রং চলে গেছে বা কিছু একটা হয়েছে। পরে বুঝেছি, পিচই আসলে কালো ছিল। আর আমি মনে করেছিলাম, নিশ্চয়ই আমার টিভিতে কোনো সমস্যা। এটা বিস্ময়কর ছিল।'
তিনি যোগ করেছেন, 'তবে আমার মাথায় এসব ভাবনা ছিল না যে আমি কেন দলে নেই। আমি বিশ্বাস করি, নির্বাচকরা ও যারা দায়িত্বে আছেন, তাদেরই কাজ সিদ্ধান্ত নেওয়া। আমি শুধু প্রতিটি ম্যাচ উপভোগ করতে ও সর্বোচ্চ পারফর্ম করতে চাই।'
উইকেট নিয়ে পর্যবেক্ষণ জানতে চাওয়া হলে আকিল ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, এমন পিচ ভালো ক্রিকেটের উপযোগী নয়, 'দেখুন, আজই আমরা রেকর্ড ভেঙেছি। ওয়ানডেতে পুরো ৫০ ওভার স্পিন বোলিং হয়েছে। বলুন তো, বিশ্বের আর কোথায় এমন দেখেছেন? দারুণ ম্যাচ, উত্তেজনাপূর্ণ আর শ্বাসরুদ্ধকর ছিল। তবে আমি এর চেয়ে বেশি কিছু বলব না।'