হোপ-পাওয়েলের শেষের ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের লড়াকু সংগ্রহ

By ক্রীড়া প্রতিবেদক

একটা সময় মনে হচ্ছিলো ওয়েস্ট ইন্ডিজকে দেড়শোর ভেতর আটকে রাখতে পারবে বাংলাদেশ। শেই হোপ ছাড়া কেউই ঠিক দ্রুত আনতে পারছিলেন না। তবে শেষ দুই ওভারে পুষিয়ে দিয়েছেন শততম ম্যাচ খেলতে নামা রভম্যান পাওয়েল। তাতে কিছুটা মন্থর উইকেটে লড়াকু সংগ্রহ পেয়েছে সফরকারীরা।

সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৬৫ রান করেছে ক্যারিবিয়ান দল। ২৮ বলে সর্বোচ্চ ৪৬ রান করেছেন হোপ। ২৮ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন পাওয়েল।

টস জিতে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে প্রত্যাশিত ঝড় তুলতে পারেনি তারা। বাংলাদেশও পারেনি উইকেট ফেলতে। পাওয়ার প্লের পর নবম ওভারে প্রথম আঘাত হানেন রিশাদ হোসেন।

রিভার্স সুইপের চেষ্টায় রিশাদের বলে এলবিডব্লিউতে কাটা পড়েন আলিক আথানেজ। ২৭ বলে তিনি করেন ৩৪ রান। ব্র্যান্ডন কিং ডানা মেলতে পারছিলেন না। আড়ষ্ট থাকা এই ওপেনার ৩৬ বল খুইয়ে ৩৩ রান করে সহজ ক্যাচে বিদায় নেন। শেরফাইন রাদারফোর্ড প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নিলে বিপাকে পড়ে সফরকারী দল।  

এরপর জুটি বাঁধেন দুই অভিজ্ঞ পাওয়েল ও হোপ। শুরুতে রানের চাকায় গতি আনতে পারছিলেন না পাওয়েল। হোপ একা টানছিলেন দলকে। এক পর্যায়ে ২১ বলে ১৬ রান ছিলো পাওয়েলের সংগ্রহ। এরপর শেষ দিকে টানা চারটি ছক্কা মেরে দেন যিনি। যার তিনটাই মারেন তানজিম হাসান সাকিবের বলে। 

চতুর্থ উইকেট জুটিতে ৪৬ বলে ৮৩ রান যোগ করে ট্রিকি উইকেটে ভালো সংগ্রহ পেয়ে যান তারা।