বাবরকে ফিরিয়েও সুদিন দিন ফেরাতে পারল না পাকিস্তান 

By স্পোর্টস ডেস্ক

গত এশিয়া কাপে ব্যাটিংয়ে চরম ব্যর্থ হওয়া পাকিস্তান টি-টোয়েন্টিতে ফিরিয়ে আনে সাবেক অধিনায়ক বাবর আজমকে। তবে বাবরকে ফিরিয়েও দুর্দশা কাটেনি তাদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় রান তাড়ায় হুড়মুড় করে ধসে গেছে পাকিস্তানের ইনিংস। 

রাওয়ালপিন্ডিতে প্রথম টি-টোয়েন্টিতে মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকা জিতেছে ৫৫ রানের বিশাল ব্যবধানে। আগে ব্যাট করে রিজা হেনড্রিকসের ফিফটি ও কার্যকর আরও কয়েকটি ইনিংসে ১৯৪ রানের পুঁজি পায় প্রোটিয়ারা। রান তাড়ায় পাকিস্তান করতে পারে স্রেফ ১৩৯ রান।

টি-টোয়েন্টি দলে ফিরে আসা বাবর তিন নম্বরে নেমে ২ বলে কোন রান না করেই আউট হয়ে যান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার সাইম আইয়ুব। ২৮ বলের ইনিংসে ৪টি ছক্কায় আশা জাগিয়েছিলেন তিনি, আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ১৯ বলে করেন ২৪ রান। এরপর নিচের দিকে মোহাম্মদ নাওয়াজ ২০ বলে ৩৬ করে হারের ব্যবধান কমিয়েছেন। নাওয়াজ বল হাতেও রেখেছিলেন অবদান। বাকিদের সাদামাটা দিনে ২৬ রানে ৩ উইকেট নেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার জয়ে ম্যাচ সেরা জর্জ লিন্ডে। ব্যাটিংয়ে ২২ বলে ৩৬ রান করার পর বল হাতে ৩১ রানে ৩ উইকেট নেন তিনি। প্রোটিয়াদের সবচেয়ে সফল বোলার অবশ্য আরেক অলরাউন্ডার করবিন বশ। ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট পান তিনি। 

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী দল।