ঐতিহ্য ভেঙে লাঞ্চের আগে চা-বিরতি!
টেস্ট ক্রিকেটে প্রথমবারের মতো এক ঐতিহাসিক পরিবর্তন আসছে। যদিও তা কেবল এক টেস্টের জন্যই। আগামী মাসে গুয়াহাটিতে অনুষ্ঠিতব্য ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টটি বদলে দেবে টেস্ট ম্যাচের দীর্ঘদিনের ধারা। এক শতাব্দীরও বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটের দিনের খেলার রুটিন ছিল: টস-প্রথম সেশন- লাঞ্চ বিরতি-দ্বিতীয় সেশন-চা বিরতি ও শেষ সেশন। কিন্তু গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে, ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে লাঞ্চের আগে হবে চা-বিরতি।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সূর্যোদয় ও সূর্যাস্ত তুলনামূলকভাবে আগেই হয়, এই কারণেই ঐতিহ্য বদলানো হচ্ছে। ম্যাচের প্রথম সেশন চলবে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত। এরপর ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত থাকবে চা-বিরতি। দুপুরের সেশন শুরু হবে ১১টা ২০ মিনিটে এবং চলবে ১টা ২০ পর্যন্ত। এরপর খেলোয়াড়রা যাবেন লাঞ্চে, যা হবে ১টা ২০ থেকে ২টা পর্যন্ত। দিনের শেষ সেশন চলবে বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস-কে জানিয়েছেন, 'গুয়াহাটিতে সূর্যাস্ত আগেই হয় এবং ম্যাচ শুরুও তাই একটু আগে নির্ধারণ করা হয়েছে। খেলার জন্য পর্যাপ্ত সময় রাখতে এবারই প্রথম আমরা টি সেশনের সময় বদলানোর সিদ্ধান্ত নিয়েছি।'
প্রথাগতভাবে, ভারতে টেস্ট ম্যাচ সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়। এরপর ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ১০ মিনিট পর্যন্ত ৪০ মিনিটের লাঞ্চ বিরতি থাকে। দ্বিতীয় সেশন শেষে বিকেল ২টা ১০ মিনিট থেকে ২টা ৩০ পর্যন্ত হয় ২০ মিনিটের চা বিরতি, তারপর ২টা ৩০ থেকে ৪টা ৩০ পর্যন্ত চলে শেষ সেশন। ম্যাচ কর্মকর্তারা প্রতিদিনের ৯০ ওভার সম্পূর্ণ করতে চাইলে প্রয়োজনে খেলার সময় ৩০ মিনিট বাড়াতে পারেন।
দেশভেদে শুরুর সময় ভিন্ন হলেও—যেমন ইংল্যান্ডে টেস্ট শুরু হয় সকাল ১১টায়, কারণ সেখানে গ্রীষ্মের দিন দীর্ঘ হয়—অধিকাংশ দেশই ঐতিহ্যগত লাঞ্চ-চা বিরতি রুটিন অনুসরণ করে।
বিসিসিআই এবং ক্রিকেট সাউথ আফ্রিকা যৌথভাবে গুয়াহাটির এই টেস্টে সেশন টাইমিং বদলানোর সিদ্ধান্ত নিয়েছে। গুয়াহাটিতে রঞ্জি ট্রফির ম্যাচগুলোতেও ভারতীয় বোর্ড একই সময়সূচি অনুসরণ করে আসছে।