আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে ফিরলেন জয়
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে ফেরানো হলো ডানহাতি ওপেনার মাহমুদুল হাসান জয়কে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৪ সদস্যের স্কোয়াড দিয়েছে বিসিবি। গত জুনে শ্রীলঙ্কা সফরে সবশেষ টেস্ট সিরিজের দল থেকে জায়গা হয়নি তিনজনের। তারা হলেন ডানহাতি ওপেনার এনামুল হক বিজয়, ডানহাতি মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন ও অফ স্পিনার নাঈম হাসান।
সাতজন ব্যাটার, একজন স্পিনিং অলরাউন্ডার, দুজন স্পিনার ও চারজন পেসার নিয়ে স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরে ১৬ সদস্যের দল থাকলেও এবার দেশের মাটিতে খেলা হওয়ায় রাখা হয়েছে ১৪ জনকে। দরকার হলে পরবর্তীতে আরও খেলোয়াড় যোগ করা হতে পারে।
শ্রীলঙ্কা সফরেই কলম্বো টেস্টের পর বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শান্ত। সেই সিদ্ধান্ত পাল্টে তাকে দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে রাজী করাতে পেরেছে বিসিবি। গত শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চলমান ২০২৫-২৭ সালের চক্রে অধিনায়কের ভূমিকায় দেখা যাবে তাকে।
আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ১৯ নভেম্বর ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, ইবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।