এবার আফগানিস্তানকে গুঁড়িয়ে দিল বাংলাদেশ

By ক্রীড়া প্রতিবেদক

হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় পাওয়ার পর আফগানিস্তানকেও পাত্তা দিল না বাংলাদেশ 'এ' দল। রাইজিং স্টারস এশিয়া কাপে দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে গুঁড়িয়ে আকবর আলির দল জিতল অনায়াসে।

কাতারের দোহায় রাইজিং স্টারস এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। রিপন মন্ডল ও রাকিবুল হাসানের তোপে আফগানরা মাত্র ৭৮ রানে গুটিয়ে যায়। ওই রান ৩৯ বল আগেই তুলে নেয় ইয়াং টাইগাররা। এই জয়ে সুপার ফোর অনেকটাই নিশ্চিত হয়ে গেল বাংলাদেশের দলটির।

৭৯ রানের সহজ লক্ষ্যে নেমে শুরুতেই ফেরেন আগের ম্যাচে রেকর্ড সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। এম গজনফরের বলে সোহান ক্যাচ দেন উইকেটের পেছনে, জিসান ধরা দেন সহজ ক্যাচ উঠিয়ে। দুজনেই করেন ১০ রান করে। ২৪ রানে ২ উইকেট হারানোর পর জাওয়াদ আবরারকে নিয়ে মাহিদুল ইসলাম অঙ্কন টানতে থাকেন দলকে। কোন রকম সংশয় ছাড়াই পরিস্থিতির দাবি মেটান সহজে। অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে ২৭ করেন অঙ্কন, ২৪ রানে অপরাজিত ছিলেন জাওয়াদ 

টস হেরে বোলিং বেছে আফগানিস্তানের উপর ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশ। পাওয়ার প্লের ভেতরই তিন উইকেট ফেলে প্রতিপক্ষকে চেপে ধরে টাইগাররা। শুরুটা করেন রিপন মন্ডল। ইমরান মীর, নুরুল উল রহমান ও সেদিকুল্লাহ অতলকে তুলে নেন তিনি।

প্রবল চাপে পড়া আফগানদের বাঁচাতে চেয়েছিলেন দারবিশ রাসুলি। ইজাজ আহমেদকে নিয়ে সামান্য প্রতিরোধ গড়েন তিনি। ১৯ রানের জুটির পর আবার নামে ধস। এসএম মেহরুব ইজাজ ও খারুতিকে আউট করেন পর পর। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পাশাপাশি রানও বের করতে পারছিল না আফগানিস্তান। একা টেনে নিতে চেয়েছিলেন রসুলি। আফগান 'এ' দলের অধিনায়ক থিতু হয়ে বোল্ড হন আব্দুল গাফফার সাকলাইনের বলে। এরপর টানা ৩ উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ফেলে মুড়ে দিতে থাকেন ইনিংস। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেওয়া রাকিবুল দলের সফল বোলার।