সিদ্ধান্ত বদলে থেকে যাচ্ছেন সালাউদ্দিন, মেয়াদ বাড়ছে আশরাফুলেরও

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, মৌখিক আলোচনার পর ২০২৭ সালে চুক্তির মেয়াদ পর্যন্ত দায়িত্বে থাকবেন সালাউদ্দিন।
By ক্রীড়া প্রতিবেদক

দলের বাজে পারফরম্যান্সের জেরে সিনিয়র সহকারি কোচের পদ ছেড়ে দিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তার পদত্যাগের খবর নিশ্চিত করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। তবে নতুন খবর হলো সিদ্ধান্ত বদল করেছেন সালাউদ্দিন। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, মৌখিক আলোচনার পর ২০২৭ সালে চুক্তির মেয়াদ পর্যন্ত দায়িত্বে থাকবেন সালাউদ্দিন।

এদিকে কেবল আয়ারল্যান্ড সিরিজের জন্য ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুলেরও মেয়াদ বাড়ছে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে আশরাফুলই থাকছেন দায়িত্বে। তবে তার মেয়াদ বাড়ার খবর আনুষ্ঠানিকভাবে এখনই প্রকাশ করবে না বিসিবি। এই সময়ে তিনি রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে কোচিং করাবেন।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা বিষয়টি (সালাউদ্দিন) নিয়ে মৌখিকভাবে আলোচনা করেছি। আইসিসি বিশ্বকাপ ২০২৭-এর পরে তার চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি কাজ চালিয়ে যাবেন।'

এর আগে গত ৫ নভেম্বর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে সালাহউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ শেষে তিনি তার পদ ছাড়বেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতার পর এলো ভিন্ন খবর।

ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ সালাহউদ্দিনকে ২০২৪ সালের নভেম্বরে জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি এর আগে ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১০ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচ হিসেবেও কাজ করেছেন।

এদিকে ফাহিম আরও বলেছেন যে তারা জাতীয় দলের বর্তমান কোচিং সেটআপ নিয়ে সন্তুষ্ট এবং ভারত ও শ্রীলঙ্কায় ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সেটআপে বড় কোনো পরিবর্তন আনতে আগ্রহী নন।

ফাহিম বলেন, 'যারা বর্তমানে কাজ করছেন, তারা চালিয়ে যাবেন। তবে, আমরা নজরদারি অব্যাহত রাখব। যদি কোনো প্রয়োজন হয়, তাহলে আমরা কাউকে যুক্ত করব। তবে এখন পর্যন্ত সবকিছু যেভাবে চলছে তাতে আমরা সন্তুষ্ট।'

ব্যাটিং কোচ আশরাফুলও একই দায়িত্ব আগামীতে পালন করবেন বলে জানান ফাহিম।