এবার ২ উইকেট নিলেও খরুচে রিশাদ
প্রথম ম্যাচে ৩ ওভার বল করে উইকেটশূন্য ছিলেন রিশাদ হোসেন, উইকেট না পেলেও রান আটকে রাখার কাজটা করে প্রশংসিত হয়েছিলেন তিনি। বিগ ব্যাশে নিজের দ্বিতীয় ম্যাচে দুই উইকেট নিলেন তিনি, তবে এবার একটু খরুচে হলেন, ম্যাচও হারল তার দল।
মেলবোর্নে বৃহস্পতিবার মেলবোর্ন স্টার্সের কাছে ৮ উইকেটে হেরেছে হোবার্ট হ্যারিকেনস। ৩ ওভার বল করে ২ উইকেট নিলেও রিশাদ দিয়ে দেন ৩৩ রান।
আগে ব্যাট করে বেন ম্যাকডারমটের ফিফটিতে ১৫৮ রান করে হোবার্ট। জবাবে ৪ ওভার আগেই লক্ষ্য পেরিয়ে যায় মেলবোর্ন।
রান তাড়ায় যাওয়া মেলবোর্নে দুটি উইকেটই নেন রিশাদ। পাওয়ার প্লের শেষ ওভারে বল করতে এসেই সাফল্য পান বাংলাদেশের লেগ স্পিনার। ১৮ বলে ৩০ করে তার বলে ক্যাচ উঠিয়ে ফেরেন থমাস রজার। ওই ওভারে মাত্র ৪ রান দেন তিনি।
৮ম ওভারে দ্বিতীয় ওভার করতে এসেও পান সাফল্য। এবার জো ক্লার্ককে তুলে নেন তিনি। উইকেট পেলেও ওই ওভারে দিয়ে দেন ১০ রান। দশম ওভারে নিজের তৃতীয় ওভার করতে এসে বেশ খরুচে ছিলেন তিনি। মার্কাস স্টয়নিসের হাতে হজম করেন দুই চার, এক ছয়। ওই ওভারে দেন ১৯ রান।