‘হার্দিক ভাই অবিশ্বাস্য ব্যাটিং করেছেন’, সিরিজ জিতে বলছেন তিলক

By স্পোর্টস ডেস্ক

উড়ন্ত শুরু করে দিয়েছিলেন সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা। এরপর সেই ছন্দে উড়তে থাকেন তিলক বর্মা। তবে তাদের সবাইকে বিস্ফোরক ইনিংসে পরে ছাপিয়ে যান হার্দিক পান্ডিয়া। সিরিজ নির্ধারণী ম্যাচে বিশাল পুঁজি গড়ে জয় পায় ভারত। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখা হার্দিকে মজেছেন তিলক।

আহমেদাবাদে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ৩০ রানে জিতেছে ভারত। এক ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর সিরিজ নিশ্চিত করেছে ৩-১ ব্যবধানে। আগে ব্যাট করে দুই ফিফটি আর ঝড়ো দুই ইনিংসে ভর করে ভারত করে ৫ উইকেটে ২৩১ রান। পুরো ২০ ওভার খেলে প্রোটিয়ারা থামে ২০১ রানে।

শুভমান গিলের কারণে বেশ কয়েক ম্যাচ বাইরে বসে থাকার পর একাদশে ফিরেন সঞ্জু। ফিরেই তুলেন ঝড়। অভিষেককে নিয়ে পাওয়ার প্লে কাজে লাগান। অভিষেক ২১ বলে ৩৪ আর সঞ্জু ২২ বলে করেন ৩৭ রান।

অধিনায়ক সূর্যকুমারের আরেকটি ব্যর্থ দিনে দুরন্ত জুটি গড়েন তিলক-হার্দিক। ১১৫ রানের জুটিতে রান এসেছে ঝড়ের গতিতে। মাত্র ২৫ বলে ৫টি করে চার-ছক্কায় ৬৩ করেছেন হার্দিক।  ৪২ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিলক।

রান সংখ্যায় বেশি করলেও ম্যাচের মূল প্রভাবক যে ছিলেন হার্দিক, ম্যাচ শেষে এটা জানিয়ে গেছেন তিলক, 'আমি জানি এখানকার আহমেদাবাদের উইকেট কেমন আচরণ করে। ম্যাচের শুরুতে অভিষেক আর সঞ্জু ভাই যেভাবে খেলেছেন, তা দেখেই আমি বুঝেছিলাম যে উইকেট ভালো। আমি কেবল সেই স্ট্রাইক রেটটা ধরে রাখতে চেয়েছিলাম এবং নিজের আগ্রাসী মনোভাবটা দেখাতে চেয়েছিলাম। হার্দিক ভাই অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। নন-স্ট্রাইকার প্রান্ত থেকে তার ব্যাটিং দেখাটা ছিল দারুণ এক অভিজ্ঞতা। তিনি অত্যন্ত নিখুঁতভাবে বড় শট খেলছিলেন এবং তাকে ব্যাটিং করতে দেখাটা ছিল এক কথায় চমৎকার।'