কামিন্স, লায়নের তোপে অ্যাডিলেডেও নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতে

By স্পোর্টস ডেস্ক

রেকর্ড লক্ষ্য তাড়ায় শুরুর বিপর্যয়ের পর ইংল্যান্ডকে আশা দেখাচ্ছিলেন জ্যাক ক্রলি, থিতু হয়ে গিয়েছিলেন জো রুটও। তবে তাদের থামিয়ে অস্ট্রেলিয়ার হাতেই নাটাই রেখেছেন প্যাট কামিন্স, ন্যাথান লায়ন।

অ্যাডিলেডে অ্যাশেজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন শেষে চালকের আসনে স্বাগতিক দল। ৪৩৫ রানের লক্ষ্যে থাকা ইংল্যান্ড ৬ উইকেটে ২০৭ রান করেছে। ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন কামিন্স, ৬৪ রানে ৩ উইকেট নেন লায়ন।

৪৩৫ রানের লক্ষ্যে নেমে ৩১ রানের মধ্যেই দুই উইকেট তুলে নেন কামিন্স। তৃতীয় উইকেটে জো রুটকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন ক্রলি। থিতু হওয়া রুটকে ফিরিয়ে জুটিও ভাঙেন কামিন্স।

রুটের পর হ্যারি ব্রুক এসেও সঙ্গ দিচ্ছেলেন ক্রলিকে। তাকে বোল্ড করে দেন লায়ন। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকেও একইভাবে ফেরান লায়ন।

শেষ বিকেলে ক্রলিকে স্টাম্পিং করে ইংল্যান্ডের স্বপ্ন গুঁড়িয়ে দেন লায়ন।

অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে ২৮৬ করেছিলো ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ৩৪৯ রান আরও যোগ করে রেকর্ড লক্ষ্য দেয় ইংল্যান্ডকে। ম্যাচ জিততে এখন তাদের চাই ৪ উইকেট। আর টেস্টের ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়তে  শেষ দিনে আরও ২২৮ রান করতে হবে ইংল্যান্ডকে।