৫০ ওভারে ৫৭৪ রানের বিশ্ব রেকর্ড সূর্যবংশীর দলের

By স্পোর্টস ডেস্ক

সবচেয়ে কম বয়েসী হিসেবে লিস্ট-এ ক্রিকেটে সেঞ্চুরি করে ইতিহাসে বৈভব সূর্যবংশীর ইতিহাসে নাম লেখানোর দিনে হলো দলীয় বিশ্ব রেকর্ড। সূর্যবংশীর পর সেঞ্চুরি করেন  আয়ুশ লোহারুকা ও সাকিবুল গনি। এই তিন সেঞ্চুরিতে লিস্ট 'এ' ক্রিকেট দেখল সর্বোচ্চ দলীয় রান।

ভারতের ঘরোয়া ৫০ ওভারের টুর্নামেন্ট বিজয় হাজারের ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৬ উইকেটে ৫৭৪ রান করেছে বিহার। যা লিস্ট-এ ক্রিকেটে বিশ্ব রেকর্ড। এর আগের রেকর্ডেও ছিলো ভারতের এক দলের নাম, ২০২২ সালে বিজয় হাজারেতেই ২ উইকেটে ৫০৬ রান করেছিল তামিল নাড়ু। সেবারও রেকর্ডের শিকার দলের নাম ছিলো অরুণাচল প্রদেশ।

বিহারের হয়ে মাত্র ৮৪ বলে ১৯০ রানের ইনিংস খেলেন সূর্যবংশী। এই পথে ৩৬ বলে সেঞ্চুরি ও ৫৭ বলে পেরোন দেড়শো। ১৪ বছর ২৭২ দিন বয়সে লিস্ট-এ ক্রিকেটে সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি।

আয়ুশ করেন ৫৬ বলে ১১৬ ও সাকিবুলের ব্যাট থেকে আসে ৪০ বলে ১২৮ রান।