খেলাধুলায় ‘অযৌক্তিক রাজনীতিকরণ’: মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ শশী থারুর
আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে বিসিসিআইয়ের 'চাপ প্রয়োগের' কড়া সমালোচনা করেছেন ভারতের সংসদ সদস্য ও কংগ্রেস নেতা শশী থারুর। খেলাধুলার সঙ্গে রাজনীতিকে মেশানোর এই প্রচেষ্টাকে তিনি 'দুঃখজনক' ও 'অযৌক্তিক' বলে অভিহিত করেছেন।
শনিবার কেকেআর থেকে মোস্তাফিজের বাদ পড়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পরপরই এক টুইট বার্তায় নিজের ক্ষোভ প্রকাশ করেন থারুর।
টুইট বার্তায় থারুর প্রশ্ন তোলেন, বাদ পড়া খেলোয়াড়টি যদি ভিন্ন ধর্মীয় পরিচয়ের কেউ হতেন, তবে বিসিসিআই এমন সিদ্ধান্ত নিত কি না।
তিনি লেখেন, 'মোস্তাফিজের বিষয়ে বিসিসিআই যেভাবে 'প্লাগ টেনে ধরল' (বন্ধ করে দিল), তা অত্যন্ত দুঃখজনক। সংশ্লিষ্ট বাংলাদেশি খেলোয়াড়টি যদি লিটন দাস বা সৌম্য সরকার হতেন, তবে কী হতো? আমরা এখানে কাকে শাস্তি দিচ্ছি— একটি জাতিকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে? খেলাধুলার এই অবিবেচনাপ্রসূত রাজনীতিকরণ আমাদের কোথায় নিয়ে যাবে?'
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা মোস্তাফিজকে ছেড়ে দিতে কেকেআর ফ্র্যাঞ্চাইজি ও এর মালিক শাহরুখ খানের ওপর ক্ষমতাসীন দল বিজেপি এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে প্রচণ্ড চাপ ছিল।
এর আগে শুক্রবার সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে আলাপকালে থারুর দ্ব্যর্থহীনভাবে বলেন যে, ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়, 'বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার দায় ক্রিকেটের ওপর চাপানো ঠিক হবে না। আমাদের উচিত খেলাধুলার মতো ক্ষেত্রগুলোকে অন্য বিষয় থেকে আলাদা রাখা।'
মোস্তাফিজের সপক্ষে যুক্তি দিয়ে এই প্রবীণ রাজনীতিক আরও বলেন, 'মোস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, এসব রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো ঘৃণা ছড়ানো বা হামলার সমর্থনের অভিযোগ নেই। এই দুটি বিষয়কে এক করে দেখা মোটেও ঠিক নয়।'
প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার তাগিদ দিয়ে থারুর বলেন, 'আমরা যদি সব প্রতিবেশীকে বিচ্ছিন্ন করে ফেলি এবং বলি যে কারও সঙ্গেই খেলা হবে না, তবে তাতে কার লাভ হবে? আমাদের তিন দিকেই বাংলাদেশ, আমরা তাদের এড়িয়ে চলতে পারি না। আমাদের তাদের সঙ্গে খেলতে হবে। এটি নিছকই একটি ক্রীড়া সিদ্ধান্ত হওয়া উচিত, এখানে রাজনীতির প্রবেশ অনাকাঙ্ক্ষিত।'