‘ভেন্যু পরিবর্তনের মতো অপশন বর্তমানে আমাদের হাতে নেই’
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবি মর্মাহত হলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ এই মুহূর্তে দেখছে না বোর্ড। শনিবার রাতে জরুরি সভা শেষে বিসিবির এক পরিচালক নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
এদিন বিসিসিআই-এর নির্দেশে রাজনৈতিক কারণে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার কথা জানায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এই ঘটনার পর আগামী ফেব্রুয়ারিতে ভারতে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহলে। বিষয়টি নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও রাত সাড়ে ৯টায় জরুরি সভায় বসে বোর্ড।
সভা শেষে বেরিয়ে ওই পরিচালক জানান, তারা বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, 'মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে, আমরা প্রথমত আইসিসি এবং আইপিএল গভর্নিং বডিকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাব এবং তাদের কাছে ব্যাখ্যা জানতে চাইব। বিশেষ করে সিকিউরিটি ইস্যু নিয়ে জনমনে যে অসন্তোষ তৈরি হয়েছে এবং যেভাবে বিসিবি ইনসাল্টেড (অপদস্থ) বোধ করছে, তা জানানো হবে।'
বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার পরও একজন ক্রিকেটারকে এভাবে বাদ দেওয়ায় বিসিবি ক্ষুব্ধ। ওই পরিচালক আরও যোগ করেন, 'আমাদের একজন খেলোয়াড়কে ক্লিয়ারেন্স দেওয়ার পরও তিনি যে খেলতে পারছেন না, এই বিষয়ে বিসিবি অত্যন্ত মর্মাহত। বোর্ড সভায় আমাদের এই অবস্থান বিসিসিআই-কে জানানোর সিদ্ধান্ত হয়েছে।'
যোগাযোগের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, 'আজকেই ইনশাআল্লাহ এই সংক্রান্ত বিষয়ে মেইল পাঠানো হবে। এটি একটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া যেখানে আইসিসি, বিপিএল গভর্নিং কাউন্সিল এবং এজেন্টের মাধ্যমে যোগাযোগগুলো সমন্বয় করে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এখন মেইলের উত্তরের জন্য অপেক্ষা করব।'
ভারতে বাংলাদেশের ম্যাচগুলো অন্য দেশে সরিয়ে নেওয়ার সামাজিক মাধ্যমের দাবি প্রসঙ্গে বাস্তবতার কথা মনে করিয়ে দিয়ে বিসিবির ওই পরিচালক বলেন, 'ভেন্যু পরিবর্তনের মতো অপশন বর্তমানে আমাদের হাতে নেই। তবে আমরা আগে আইসিসির কাছ থেকে ক্লিয়ারেন্স চাইব।'
মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার বিষয়টি বিশ্বকাপের নিরাপত্তায় বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন তিনি। তার ভাষ্য, 'যেহেতু মোস্তাফিজুর রহমানের ইস্যুতে তারা একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, সেখানে আমাদের সাংবাদিক এবং বিপুল সংখ্যক দর্শক যাবেন। তাই এই নিরাপত্তা ঝুঁকির বিষয়টি আইসিসিকে গুরুত্বের সঙ্গে জানানো হবে।'
আসন্ন ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবার বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের তিন ম্যাচ কলকাতা ও আরেক ম্যাচ মুম্বাইতে। ৭ ফেব্রুয়ারি ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর কথা লিটন দাসদের।