ধর্ম অবমাননার দায়ে শাস্তি পেলেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো

By স্পোর্টস ডেস্ক

জুভেন্তাসের বিপক্ষে হারের পর আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন লাউতারো মার্তিনেজ। সেখানে ধর্ম অবমাননাকর শব্দ খুঁজে পেয়েছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। এর প্রেক্ষিতে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকারকে শাস্তি দিয়েছে তারা।

গত ফেব্রুয়ারিতে সিরি আর ম্যাচে জুভেন্তাসের মাঠে ১-০ গোলে হেরেছিল ইন্টার। সেদিন দুবার আপত্তিকর শব্দ প্রয়োগ করেন বিশ্বকাপজয়ী তারকা লাউতারো। এরপর ফেডারেল প্রসিকিউটরের অফিস তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনে। সেটা প্রমাণিত হওয়ায় সাজা পেয়েছেন ২৭ বছর বয়সী ফুটবলার।

এই ধরনের আপত্তিকর ভাষা ব্যবহারের ক্ষেত্রে এক ম্যাচের নিষেধাজ্ঞার বিধান রয়েছে। তবে দুই পক্ষের মধ্যে আলোচনার পর তা এড়াতে পেরেছেন লাউতারো। যদিও তাকে ৫ হাজার ইউরো আর্থিক জরিমানা করা হয়েছে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৬ লাখ ৬৪ হাজার টাকা।

ধর্ম অবমাননার অভিযোগ অবশ্য শুরুতে অস্বীকার করেছিলেন লাউতারো। ওই ঘটনার এক সপ্তাহের ব্যবধানে লিগে জেনোয়ার বিপক্ষে জয়সূচক গোলের পর বলেছিলেন, 'আমি কখনও এরকম কিছু করিনি। আমি আমার সন্তানদের শ্রদ্ধাবোধ শেখানোর চেষ্টা করি। এই অভিযোগ আমার জন্য ভীষণ যন্ত্রণার।'

লাউতারো নিজেকে নির্দোষ দাবির করলেও ফেডারেল প্রসিকিউটর অফিস তদন্ত চালিয়ে যায়। এরপর অডিও রেকর্ডিংয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতাও মেলে। যদিও কী ধরনের শব্দ তিনি প্রয়োগ করেছিলেন তা বিবৃতিতে খোলাসা করেনি এফআইজিসি।

ইতালিয়ান ফেডারেশনের ধর্ম অবমাননাবিরোধী নিয়ম লঙ্ঘন করা প্রথম খেলোয়াড় নন লাউতারো। এর আগে ২০২১ সালের মার্চে জুভেন্তাসের কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন একই অভিযোগে সাজা পেয়েছিলেন। তাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল।