চীনের তিয়ানউ লিউফাং কাপের ফাইনালে বাংলাদেশ অ্যাকাডেমি দল

By স্পোর্টস ডেস্ক

চীনের তিয়ানউ লিউফাং কাপ ২০২৫-এর ফাইনালে উঠেছে বাংলাদেশ অ্যাকাডেমি ফুটবল দল। শুক্রবার সেমিফাইনালে তারা দাপট দেখিয়ে হেনান প্রভিনশিয়াল এক্সপেরিমেন্টাল হাই স্কুল ফুটবল টিমকে হারিয়েছে ৪-০ গোলের বড় ব্যবধানে।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ খেলোয়াড়দের নিয়ে গড়া এই দল মাঠে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। নির্ভার খেলা, নিখুঁত সমন্বয় আর ধারালো আক্রমণে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি তারা।

আগামীকাল শনিবার বাংলাদেশ সময় দুপুর ১টায় ফাইনালে মুখোমুখি হবে তারা উহান অনূর্ধ্ব-১৭ দলের সঙ্গে। শিরোপা লড়াইয়ে এই ম্যাচটিই হয়ে উঠবে তরুণ ফুটবলারদের জন্য নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ।