কুন্দের দারুণ দুই হেডে বার্সার হাসি

By স্পোর্টস ডেস্ক

ঘরের মাঠে শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের এরপরের কয়েক মিনিটে বার্সার রক্ষণে ছড়ায় আতঙ্ক। কোণঠাসা অবস্থা থেকে বিরতির পর গা ঝাড়া দেয় স্প্যানিশ জায়ান্টরা। বিশেষ করে দারুণ দুই হেডে নায়ক বনেন জুল কুন্দে। ম্যাচ শেষে সতীর্থকে প্রশংসায় ভাসালেন পেদ্রি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ২০২২ সালের পর ন্যু ক্যাম্পে ম্যাচ খেলতে নেমে বার্সেলোনা জিতেছে ২-১ গোলে। চ্যাম্পিয়ন্স লিগে এতে জয় খরা কাটল তাদের। ক্লাব ব্রুজের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর চেলসির কাছে ৩-০ গোলে হেরেছিলো তারা।

ম্যাচের ২১ মিনিটে ক্ষিপ্র আক্রমণ থেকে বল নিয়ে দারুণ ফিনিশিং করে আন্সগার কেনাউফ সফরকারীদের এগিয়ে দেন। দারুণ দাপট দেখাতে থাকে তারা।

বিরতির পর মার্কাস রাশফোর্ডের অসাধারণ ক্রস চোখ ধাঁধানো হেডে জালে জড়ান কুন্দে। ৫০ মিনিটে ম্যাচে ফিরে তিন মিনিট পরই এগিয়ে যায় বার্সা। আবার কুন্দের হেড, তবে এবার ঠিক গোলের উদ্দেশ্যে না মারলেও বল জালে জড়িয়ে যায়।

ম্যাচের পর দলের হয়ে গণমাধ্যমে কথা বলতে এসে পেদ্রি জানান তাদের স্বস্তির কথা, 'আমরা ক্যাম্প ন্যুতে জয়ে শুরু করতে চেয়েছিলাম, এটি কঠিন ম্যাচ ছিল, শেষ পর্যন্ত আমরা ফিরে এসেছি, তিন পয়েন্ট পেয়েছি, এবং আমরা খুশি।'

এই ম্যাচের নায়ক কুন্দেকে নিয়ে আলাদা করে প্রশংসায় মাতেন পেদ্রি। দ্বিতীয় গোল নিয়ে মজাও করেছেন তিনি, 'কুন্দে অনেক পরিশ্রম করে, এই গোলগুলো সে প্রাপ্য।' আচমকা বল জালে জড়ানো দ্বিতীয় গোল নিয়ে বলেন, 'আমার মনে হয় দ্বিতীয় গোলটা উদ্দেশ্য করে মারেনি, যাই হোক তাকে জিজ্ঞেস করব।'

এই জয়ে বার্সা উঠেছে পয়েন্ট তালিকার ১৪তম স্থানে, অষ্টম স্থানের লিভারপুলের দুই পয়েন্ট পিছনে। অন্যদিকে ফ্রাঙ্কফুর্ট নেমে গেছে ৩০তম স্থানে।