২০২৫ সালে বিশ্ব গার্মেন্টস বাজারের ১০ শতাংশ দখল করতে পারবে বাংলাদেশ?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

বৈশ্বিক গার্মেন্টস বাজারের ৬ দশমিক ৮ শতাংশ বাংলাদেশের দখলে। করোনাভাইরাসের আক্রমণের পর এই বাজারের সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হয়েছিল। কিন্তু বাংলাদেশে পোশাক কারখানাগুলো কখনোই বন্ধ করা হয়নি। এর ফলই হয়তো এখন বাংলাদেশ পেতে যাচ্ছে।

বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা আশা প্রকাশ করেছেন, তারা ২০২৫ সালের মধ্যে বিশ্বের ১০ শতাংশ বাজার দখল করে নিতে পারবেন। এই আশা কতটা যৌক্তিক? কীভাবে তারা এই লক্ষ্যে পৌঁছতে পারবেন?

খন্দকার মো. শোয়েবের সঙ্গে গার্মেন্টস রপ্তানি নিয়ে কথা বলতে স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে উপস্থিত আছেন রেফায়েত উল্লাহ্‌ মীরধা।