৮ হাজার থেকে লাখ টাকার ঘোড়া মেলে তুলসিপুরের ঘোড়ার হাটে!

By ইনসাইড বাংলাদেশ

এই হাটে আপনি বেচাকেনা করতে পারবেন শুধু ঘোড়া। কেনার আগে ঘোড়ার শক্তিও পরীক্ষা করে নিতে পারবেন। গত ৫০ বছর ধরে ক্রেতা-বিক্রেতার ভিড়ে জমজমাট জামালপুরের এই ঘোড়ার হাট।

আজকের ইনসাইড বাংলাদেশে দেখুন দেশের `সবচেয়ে বড়' এই ঘোড়ার হাট।