১৬ বছরে ৩ লাখ তালগাছ রোপণ করেছেন যশোরের চিত্তরঞ্জন দাস

By ইনসাইড বাংলাদেশ

বৃক্ষপ্রেমী চিত্তরঞ্জন দাস এখন পর্যন্ত রোপণ করেছেন ২ লাখ ৮৮ হাজারের মতো তালগাছ। ২০০৮ সালে শুরু করা এই কাজ তিনি করে যাবেন আমৃত্যু। তার প্রশংসা ও সুনাম এখন এলাকার সীমানা ছাড়িয়ে দেশব্যাপী।

প্রকৃতির প্রতি ভালোবাসা এবং একাগ্রতার মাধ্যমে মানুষ যে তার স্বপ্নের সীমানা অতিক্রম করতে পারে তার বাস্তব উদাহরণ চিত্তরঞ্জন দাস। যশোরের এই বৃক্ষপ্রেমীকে নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।