যে কারণে নিজেদের সিদ্ধান্ত থেকে বারবার পিছিয়ে আসছে অন্তর্বর্তী সরকার

By স্টার নিউজপ্লাস

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার দুই মাসে কোনো একটি সিদ্ধান্ত নিয়ে আবার সেখান থেকে পিছিয়ে গেছে, এমন ঘটনা ঘটেছে অন্তত ১০ বারের বেশি। এই ঘটনাগুলোকে অনভিজ্ঞতা, সংকল্পের অভাব এবং নানান দাবির মধ্যে ভারসাম্য রাখার প্রচেষ্টায় তৈরি হওয়া সমস্যার লক্ষণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ঠিক কী কারণে বিভিন্ন সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকার, কিংবা তাদের ওপর কি কোনো ধরনের চাপ কাজ করছে? জানবো আজকের স্টার নিউজপ্লাসে।