মার্চে মূল্যস্ফীতি বেড়ে ৬.২২ শতাংশ, ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ

By স্টার অনলাইন রিপোর্ট

নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্যবৃদ্ধির থাকার প্রভাবে গত মার্চ মাসে দেশে মূল্যস্ফীতি আরও বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী গত মাসে দেশে মূল্যস্ফীতি ছিল ৬.২২ শতাংশ যা ১৭ মাসের মধ্যে সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি মাসে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬.১৭ শতাংশ। আর জানুয়ারিতে ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। এর আগে ২০২০ সালের অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৪৪ শতাংশ।

বিবিএস জানিয়েছে, গত মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৬.৩৪ শতাংশ। তার আগের মাসে এটা ছিল ৬.২২ শতাংশ। জানুয়ারিতে ছিল ৫ দশমিক ৬ শতাংশ।

অন্যদিকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমে হয়েছে ৬.০৪ শতাংশ। ফেব্রুয়ারি মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৬.১০ শতাংশ।

বাংলাদেশে গত কয়েক মাস ধরে মূল্যস্ফীতি উচ্চ পর্যায়ে রয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে তৈরি বৈশ্বিক অনিশ্চয়তা, করোনা মহামারির প্রভাব থেকে উত্তরণে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের মধ্যে এই পরিস্থিতি থেকে সহসা উত্তরণের আশা দেখা যাচ্ছে না।

গ্রামীণ এলাকাতে মার্চে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৬.৫২ শতাংশ। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি বাড়লেও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কমেছে। অন্যদিকে শহরাঞ্চলে খ্যাদ্য মূল্যস্ফীতির প্রভাবে সার্বিকভাবে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৫.৬৯ শতাংশ।