যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সংশোধন করা হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিশ্বের যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সংশোধন করা হবে।
তিনি বলেন, প্রয়োজনে আগামী অর্থবছর এবং চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রাও সংশোধন করা হবে।
আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, 'আমাদের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা চলতি অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ এবং আগামী অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশ। এটা আগেই নির্ধারণ করা হয়েছিল এবং এখনো সেটাই ঠিক রাখা হয়েছে।'
'কিন্তু যদি যুদ্ধ পরিস্থিতি আরও খারাপের দিকে যায়, তাহলে এই লক্ষ্যমাত্রা রিভাইজড করতে হবে,' বলেন তিনি।
বাজেটে ভর্তুকির চাপ কমাতে গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম বাড়ানো হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'সাবসিডি নয় ইনফ্লেশন ম্যানেজমেন্ট মুখ্য।'
তিনি বলেন, 'যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধই এই মুহূর্তে বড় এক্সটারনাল ভারনাবিলিটি।'