লেনদেন ডিজিটাল হলে জিডিপি বাড়বে ৫০ হাজার কোটি টাকা: গবেষণা

By স্টার অনলাইন রিপোর্ট

প্রচলিত লেনদেনের জায়গায় ডিজিটাল লেনদেন নিশ্চিত করা গেলে দেশের বার্ষিক জিডিপি (মোট দেশজ উৎপাদন) ১ দশমিক ৭ শতাংশ বাড়বে, টাকার অংকে যা প্রায় ৫০ হাজার ৫৮ কোটি। জাতিসংঘের নেতৃত্বাধীন জোট 'বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স' এবং এর সদস্য বাংলাদেশ সরকারের এটুআই পরিচালিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আজ অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে 'মেজারিং প্রোগ্রেস টু স্কেল রেসপনসিভ ডিজিটাল পেমেন্টস ইন বাংলাদেশ' এবং 'ন্যাশনাল ডিজিটাল পেমেন্টস রোডম্যাপ ২০২২' শীর্ষক প্রতিবেদন দুটি প্রকাশ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, জিডিপির অগ্রগতির ৫৩ শতাংশ আসবে ক্ষুদ্র পর্যায়ে মাইক্রো-মার্চেন্ট লেনদেন থেকে, ৪৫ শতাংশ কৃষি খাতে ঋণ বিতরণ ডিজিটাইজের মাধ্যমে এবং বাকি অংশটি আসবে তৈরি পোশাকের (আরএমজি) অনানুষ্ঠানিক খাতে ডিজিটাল মজুরি প্রদানের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র পরিণত হতে চাই। সেক্ষেত্রে ডিজিটালাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকারই হলো ডিজিটাইজেশন। ডিজিটাল বাংলাদেশে আমরা একটি ক্যাশলেস সোসাইটি গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এটুআই-এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী, বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যামেলিও তেলেজ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের এশিয়া প্যাসিফিক প্রধান কীযোম নাগোদুপ মাসালি এবং বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্সের বাংলাদেশ-লিড নাবিলা খোরশীদ প্রমুখ।