মাংসের সালাদ

By রাহনুমা শর্মী

বিভিন্ন খাবারের সঙ্গে সালাদ একটু অন্যরকম স্বাদ তৈরি করে। অন্যান্য সালাদের পাশাপাশি জনপ্রিয় হচ্ছে মাংসের সালাদ।

চলুন আজ জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করা যায় মাংসের সালাদ।

উপকরণ

বোনলেস চিকেন সেদ্ধ এক কাপ, সবজি সেদ্ধ এক কাপ, টমেটো টুকরো আধা কাপ, সেদ্ধ ডিম একটি, লেটুস পাতা ইচ্ছে মতো। সালাদ ড্রেসিং আধা কাপ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে একটি বাটিতে নিয়ে সালাদ ড্রেসিং ঢেলে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেল মাংসের সালাদ। এবার পরিবেশন করুন।