প্রিয় বই ‘বাঙালনামা’

অনিন্দিতা চৌধুরী
অনিন্দিতা চৌধুরী

বাংলাদেশের মঞ্চ কাঁপানো অভিনেতা, নির্দেশক ও নাট্যনির্মাতা রামেন্দু মজুমদার। ঢাকার মঞ্চ আন্দোলনকে যারা এগিয়ে নিয়ে গিয়েছেন এবং এখনো টিকিয়ে রেখেছেন– তাদের মধ্যে অগ্রণীদের একজন তিনি। শুধু মঞ্চই নয়, ছোট ও বড় পর্দায়ও তার অভিনয় প্রতিভার স্ফূরণ ঘটেছে। বাংলাদেশের প্রথম নাটকের পত্রিকা 'থিয়েটার' সম্পাদনা করছেন ৫০ বছর ধরে। বাংলাদেশের নাট্যচর্চাকে আন্তর্জাতিক নাট্যচর্চার সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত করেছেন তিনি। ২ দফায় ইউনেসকোর সহযোগী সংস্থা ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতির দায়িত্ব পালনের পর তিনি এখন এই সংস্থার সাম্মানিক সভাপতি। রামেন্দু মজুমদার রামেন্দু মজুমদারের প্রিয় ১০টি বিষয়।

 

প্রিয় লেখক

রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রিয় বই

তপন রায়চৌধুরীর লেখা 'বাঙালনামা'।

প্রিয় সিনেমা

চট করে এখন মনে পড়ছে, তারেক মাসুদ পরিচালিত 'রানওয়ে'।

প্রিয় অভিনয়শিল্পী

উৎপল দত্ত।

প্রিয় গান

'আমি অকৃতি অধম বলেও তো মোরে কম করে কিছু দাওনি, যা দিয়েছ– তার অযোগ্য ভেবে কেড়েও তো কিছু নাওনি।'

প্রিয় সঙ্গীতশিল্পী

রেজওয়ানা চৌধুরী বন্যা।

প্রিয় কবি

নির্মলেন্দু গুণ।

প্রিয় ব্যক্তিত্ব

বঙ্গবন্ধু।

প্রিয় স্থান

কলকাতা।

প্রিয় সংলাপ

সৈয়দ শামসুল হকের করা শেকসপিয়ারের 'ম্যাকবেথ' নাটকের অনুবাদ আছে। ওটা থেকে একটা সংলাপ খুব প্রিয়– 'যাও, নিভে যাও, নিভু নিভু দীপ, জীবন নিতান্ত এক চলমান ছায়া, হতভাগ্য এক অভিনেতা রঙ্গমঞ্চে কিছুকাল লাফায় ঝাপায়, তারপর আর শোনা যায় না সংবাদ।'