হালদা নদী থেকে মৃত ডলফিন উদ্ধার

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে হালদা নদী থেকে বিপন্ন প্রজাতির একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

হালদা নদীর গবেষক অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, স্থানীয় লোকজন আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে রাউজান উপজেলার হালদা নদীর ধারে দক্ষিণ গহিরা এলাকার বুড়িসারথা খাল থেকে স্তন্যপায়ী প্রাণীটিকে মৃত অবস্থায় উদ্ধার করে।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'ডলফিনটির ওজন প্রায় ১২০ কেজি এবং এটি ৯ ফুট লম্বা।'

'২০১৭ সাল থেকে হালদা মোট ৩৬টি ডলফিন হারিয়েছে', জানান তিনি।  

দক্ষিণ এশিয়ায় হালদা নদী কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননস্থল হিসেবে পরিচিত।